Wellcome to National Portal
  • 2024-08-20-21-04-98bfd812623ee253c8f854a71a4f7bb6
  • 2024-08-20-20-33-0ee9ef81f73c185d25f3b8d4824f2e33
  • 2024-08-20-20-34-c199e1efd3ed94895604f2c890110983
  • 2024-08-20-20-51-942a02b4dc51855d47f0e8c38162b94f
  • 2024-08-20-21-01-585203cf4fd765a68683b84ddf4f9947
  • 2024-08-20-06-14-9a178b839d4a2d4e05a3caa492590a91
  • 2024-08-20-21-05-4d41dee831a17d633592c566f4d42bf9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৪

অবকাঠামো

ল্যাবরেটরি

তথ্য-প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার বিকল্প নেই। তত্তীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের কলাকৌশলগুলোকে হাতে কলমে শিখিয়ে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উপযোগী বিজ্ঞান গবেষণাগার রয়েছে এ প্রতিষ্ঠানে। উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং তথ্য প্রযুক্তি বিভাগে আধুনিক ও প্রয়োজনীয় উপকরণে সুসজ্জিত, অত্যন্ত সমৃদ্ধ ল্যাবরেটরিতে ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত ব্যবহারিক পাঠদান করা হয়। ব্যবহারিক পাঠদানকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে ল্যাবসমূহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয়। আইসিটি ল্যাবরেটরিতে ৫০ টি কম্পিউটারের মাধ্যমে হাতে কলমে শিক্ষাদান করা হয়।

 

সাইকেল গ্যারেজ

কলেজের প্রধান ফটকের দক্ষিণ-পূর্ব প্রান্তে সীমানা প্রাচীর ঘেঁষে একটি সুরক্ষিত সাইকেল গ্যারেজ রয়েছে। এখানে এক সাথে প্রায় ১০০ টি সাইকেল রেখে ছাত্ররা নিরাপদে ক্লাসে যেতে পারে।

ক্রীড়া শরীরচর্চা বিভাগ

ছাত্র-ছাত্রীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে কলেজে কয়েকজন শিক্ষকের সার্বক্ষণিক তত্তাবধানে পরিচালিত হয় ক্রীড়া ও শরীরচর্চা বিভাগ।

 

ছাত্রীদের কমনরুম

মূলভবনের নিচ তলায় দক্ষিণ প্রান্তে কলেজের অফিস কক্ষের পাশে রয়েছে ছাত্রীদের কমনরুম। ক্লাসের অবসরে ছাত্রীরা সেখানে বিভিন্ন প্রকার ইনডোর গেম্সে অংশগ্রহণ করে থাকে।

শহিদমিনার

 শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের প্রবেশ্লারের পূর্ব পাশে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের দক্ষিণ প্রান্তে শহিদমিনারের অবস্থান। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন জাতীয় দিবসে কলেজ এবং কলেজের আশে-পাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে।