Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৪

শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়

শৃঙ্খলা

শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। শ্রেণিকক্ষসহ কলেজের সর্বত্র শিক্ষার অনুকুল পরিবেশ সংরক্ষণে সচেষ্ট থাকা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক (ইউনিফরম) পরে এবং পাঠ সম্পর্কিত সকল উপকরণ সঙ্গে নিয়ে প্রতিটি ক্লাসে উপস্থিত থাকতে হবে। কলেজে অবস্থানকালীন শৃঙ্খলা পরিপন্থি কোন কার্যকলাপের সঙ্গে জড়িত হলে সে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। অপরাধের গুরত্ব বিচার করে প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হতে পারে। কলেজ চলাকালীন বহিরাগতদের দ্বারা যেন কোন প্রকার অবাঞ্ছিত ও অনাকাক্সিক্ষত সমস্যার সৃষ্টি না হয় সে দিকে সচেতন থাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর নৈতিক দায়িত্ব ও পবিত্র কর্তব্য। শিক্ষকগণের সমন্বয়ে গঠিত কলেজের ভিজিলেন্স টিম প্রতিদিন এ বিষয়গুলো তদারক করে থাকেন।  

পোশাক

শিক্ষার্থীদের মানসিক সমতা ও নিজস্ব পরিচিতি বহনের প্রতীক হচ্ছে কলেজের নির্ধারিত পোশাক (ইউনিফরম)। এ পোশাক শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। সকল শিক্ষার্থীর ইউনিফরম পরে কলেজে আসা বাধ্যতামূলক। 

 
ক্লাস উপস্থিতি

 শুরু থেকে নির্বাচনী পরীক্ষার পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত ক্লাসে কম পক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। নির্ধারিত হারের চেয়ে উপস্থিতি কম হলে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ক্লাস করার সুযোগ দেয়া হয় না। শিক্ষাবোর্ডের নিয়মানুযায়ী ক্লাসে ৭৫% উপস্থিত শিক্ষার্থী কলেজিয়েট হিসেবে গণ্য হবে এবং তারা কোন জরিমানা ছাড়াই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের ফলাফল সমুন্নত রাখার স্বার্থে এবং আরও ভাল করার লক্ষ্যে নির্ধারিত সংখ্যার চেয়ে কম উপস্থিতির ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ 

ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নের লক্ষ্যে একাডেমিক ক্যালেণ্ডার অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাকনির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে মূল্যায়ন করা হয়। শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ সংরক্ষণে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি কমিটি রয়েছে। এ কমিটি সময়োপযোগী কৌশল নির্ধারণ এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।

আইডি কার্ড 


ক্লাস শুরুর পরপরই প্রত্যেক শিক্ষার্থীকে আইডি কার্ড সরবরাহ করা হয়ে থাকে। লেমিনেটিং করা আইডি কার্ডে কলেজ নির্ধারিত নেভি ব্লু রঙের ফিতা সংযুক্ত করে গলায় ঝুলাতে হবে। পোশাকের সঙ্গে গলায় আইডি কার্ড ঝুলোনো সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। আইডি কার্ডে শিক্ষার্থীর নাম, শ্রেণি, বিভাগ, রোল নম্বর, শিক্ষাবর্ষ ও কার্ডের মেয়াদ উল্লেখ থাকে।