Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৪

সাফল্য ও অর্জন

শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী-এর সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) অর্জনসমূহ:

অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ক্লাসরুম আধুনিকীকরণ (২০১৯-২০, ২০২০- ২১ ও ২০২১-২০২২ অর্থবছরে শ্রেণি কক্ষে বেঞ্চ সংখ্যা বৃদ্ধি, সাউন্ড সিস্টেম সংযোজন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফটোকপিয়ার প্রিন্টার এবং ডিসপ্লে ইউনিট সংযোজন) করা হয়েছে। বিগত 03 বছরে কলেজের রসায়ন, পদার্থ, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, গণিত, পরিসংখ্যান, আইসিটি ও মনোবিজ্ঞান গবেষণাগারে আধুনিক গবেষণা উপকরণ সংযোজন এবং গবেষণাগার সংস্কার করা হয়েছে। কলেজের লাইব্রেরীকে সুসজ্জিতকরণসহ  বিগত তিন বছরে প্রায় ৬০০ শত বই ক্রয় করা হয়েছে। বর্তমানে কলেজের পরীক্ষর সকল ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়। বিগত 03 বছরে কলেজের প্রায় সকল শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। কলেজে 2018-19 সালে ওয়াই-ফাই চালু, ডি-এলার্ট চালু ও দুটি ল্যাপ্টপ ক্রয় করা হয়েছে। 2019-20 অর্থবছরে শিক্ষক কমনরুম ও ল্যাব সংস্কার ও আসবাবপত্র ক্রয় করা হয় এবং কলেজের সম্মুখে ডোবা ভরাট করে ফুলের বাগান তৈরী করা হয়।  20২০-20২১ অর্থবছরে মুক্তিযুদ্ধ গ্যালারী এবং সংযুক্ত করিডোর সংস্কার করা হয়। অনলাইন ক্লাস নেওয়ার উপযোগী শ্রেণীকক্ষ সজ্জিত করণ ও আনুষঙ্গিক উপকরণ ক্রয় করা হয়। কলেজের পূর্ব-দক্ষিণ কোণে নির্মাণাধীন নতুন ভবনের একটি কক্ষ 20২০-২১ অর্থবছরে ক্লাস নেওয়ার উপযোগী করা হয়। 2021-2022 অর্থবছরে 36 জোড়া বেঞ্চ তৈরি, 1টি সাউন্ড সিস্টেম ক্রয় এবং খেলার মাঠের সংস্কার করা হয়। এছাড়াও বিতর্ক ক্লাব গঠন ও মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

২০২২-২০২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • অনলাইন ক্লাস কার্যক্রম চলমান রাখা এবং শিক্ষার্থীদের তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসে/ অনলাইন ক্লাস কার্যক্রমে শতভাগ উপস্থিতি/অংশগ্রহণ নিশ্চিত করা।
  • শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ চলমান রাখা।
  • বিতর্ক প্রতিযোগীতা চলমান রাখা।
  • কলেজের পূর্ব-দক্ষিণ কোণে নির্মাণাধীন নতুন ভবনের আনুভূমিক ও উর্দ্ধমূখী সম্প্রসারণ করা।
  • শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান রাখা।
  • সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ।
  • শিক্ষা উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা।
  • কলেজের দক্ষিণ পার্শ্বের সীমানা প্রাচীর (203 ফিট ´ 7ফিট) সংস্কার ও পুনঃনির্মাণ করা।
  • কলেজের দক্ষিণ পার্শ্বের সীমানা প্রাচীর সংলগ্ন উম্মুক্ত স্থান ভরাট পূর্বক দৃষ্টি নন্দন করা।
  • 1টি শ্রেণিকক্ষে নতুন সাউন্ড সিস্টেম সংযোজনসহ শ্রেণিকক্ষ,শিক্ষক লাউঞ্চ ও বাথরুম সংস্কার করা।
  • গ্রন্থাগারে নতুন বইপত্র সময়িকী সংযোজন করা ও গবেষণাগারে নতুন গবেষণা উপকরণ ও রাসায়নিক দ্রব্যাদি ক্রয় করা।